প্রতিষ্ঠান প্রধানের বানী
মাননীয় অধ্যক্ষ মহোদয়ের পরিচিতি
প্রফেসর মোঃ মুসা হোসাইন খান
বি.এ.(সম্মান) ইসলামী শিক্ষা, এম. এ.
বি সিএস শিক্ষাক্যাডার ১৬’শ ব্যাচ
আই: ডি: ০০০০৬২৪৪
নিয়োগ : ০৬/০৬/২০২৩
যোগদান : ১১/০৬/২০২৩
মোবাইল নং : ০১৭৩৬৪২৫৫৪৫
ই-মেইল : principalffmmc@gmail.com
উৎপাদনের বৃত্তে নারীর অংশগ্রহণ দেশের বিষ্ময়কর অগ্রগতির পেছনে অন্যতম অনুঘটক হিসেবে কাজ করছে। প্রতিষ্ঠানলগ্ন থেকেই কলেজটি পিছিয়ে পড়া নারী শিক্ষার্থীদের আলোর রেখায় এগিয়ে নেয়ার সংকল্প নিয়েছে, অনেকটাই সফল হয়েছে। শৃঙ্খলায়, নিষ্ঠায় ও একাডেমিক গ্রন্থনায় কলেজটি অগ্রসর, উদ্ভাবনী ও ঋজু। ভাবনায়, কল্পনায় আধুনিক ও গভীরপ্রসারী। আমাদের প্রত্যাশা-অদূর ভবিষ্যতে সমসাময়িক ও বিশ্বজনীন শিক্ষার কেন্দ্র হবে এ বিদ্যাপীঠ। আর শহরে বদলে যাওয়ায় গ্রামের মেয়েরা অনাগত প্রজন্মের বিজয় পতাকা বয়ে নিয়ে চলবে যুগ হতে যুগান্তরে, অনন্তের পথে।